শহরে হাসান শাহরিয়ার হৃদয় (৬০) নামে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। ১ মার্চ মঙ্গলবার বেলা ৩টার দিকে কক্সবাজার পৌরসভার উদ্যোগে বেওয়ারিশ লাশ হিসেবে শহরের ঘোনারপাড়াস্থ কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়েছে। কবরস্থানে দায়িত্বে থাকা হাফেজ আজিজুল হক নামাজে জানাজা আদায় করেন।
উল্লেখ্য হোটেল মোটেল জোন কলাতলী হোটেল সী-হেভেন গেষ্টহোমের ১০১ নং কক্ষ থেকে এজন অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছিল পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে সুসাইড নোটও। কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, হোটেল কক্ষের ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। অনেক খোঁজখবর নিয়ে লাশের পরিচয় পাওয়া যায়নি।