টেকনাফে কোস্টগার্ডের হাতে ৪ লাখ পিচ ইয়াবাসহ আটক ১৯ জনের মধ্যে অধিকাংশের বাড়ী সদর ইউনিয়নের লেঙ্গুর বিল ও লম্বরী এলাকায়। ২৫ ফেব্রুয়ারী দুপুরে সেন্টমার্টিনের উত্তর পশ্চিম বঙ্গোপ সাগরে গোপন সংবাদের ভিত্তিতে সাহসী অভিযান চালায় কোস্টগার্ড। কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের কর্মকর্তা জিলহজ্ব ফয়সাল বলেন ৪ লাখ পিচ ইয়াবাসহ ২টি ফিশিং বোট থেকে ১৯ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার হাজী আমির হামজার পুত্র শামশুল আলম (প্রকাশ কালা বাম্বু (৩৫), ২নং ওয়ার্ড লম্বরী এলাকার হাবিবুর রহমানের পুত্র ইলিয়াছ (২৫), লেঙ্গুর বিল এলাকার জাহেদ হোসেনের পুত্র আজিজুল হক(২২), নবী হোসেনের পুত্র রুবেল (২৫), ্আবদুল মালেকের পুত্র আনোয়ার হোসেন (২৪), তৈয়ুব হোসেনের পুত্র আবদুল্লাহ( ১৮), আবদুল মোনাফের পুত্র আয়ুব আলী( ২৪),
লেঙ্গুর বিল এলাকার নুর হোসেনের পুত্র মকবুল আহমদ(২৫), আবদুল্লাহর পুত্র অছিহ উল্লাহ(২২) জার্কি আহমদের পুত্র জাহিদ হোসেন (৩০), আবদুর রজ্জাকের পুত্র রুবেল (১৮), আবদুর রজ্জাকের পুত্র রাশেদুল হক (১৬),
লম্বরী এলাকায় বসবাসরত রোহিঙ্গা নাগরিক ও ফিশিং বোটের মাঝি আবদুর রহিমের পুত্র ফজল করিম (২৭) লম্বরী মৃত নুরুল হক প্রকাশ গরমের পুত্র খায়রুল আমীন(২২), লম্বরী এলাকার জাহাঙ্গির আলম (৩২), আবদুস সালামের পুত্র জিয়াউর রহমান (২২) আবদুল হাকিমের পুত্র রফিক (১৬),
সাবরাং এলাকার আলী আহমদের পুত্র ইমাম হোসেন (৩৫), মৌলভী পাড়ার আবদুস সালামের পুত্র নুরুল আলম(২৫)।
আটককৃতদের টেকনাফ স্থল বন্দর সংলগ্ন কোস্টগার্ড পূর্ব জোন ক্যাম্পাসে উপস্থিত করে সন্ধ্যা ৬ টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃতদের টেকনাফ মডেল থানায় প্রেরণ ও সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এদিকে সদও ইউনিয়নের উপকুলীয় এলাকায় ৩০ জনের একটি নতুন ইয়াবা সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা সস্ত্র মহড়া দিয়ে ফিশিং বোটের মাধ্যমে ইয়াবা উঠা নামা করে কয়েকটি ঘাট দিয়ে, তাম্মধ্যে ১নং ওয়ার্ডের হাবিরছড়া, রাজার ছড়া,মিঠাপানিরছড়া, দরগারছড়া ঘাট, ২নং ওয়ার্ডের লম্বরী, পর্যটন ঘাট, ৩ নং ওয়ার্ডেও তুলা তুলি, ৫ নং ওয়ার্ডের মহেশ খালিয়া পাড়া,কোনখার পাড়া ঘাট ও সাবরাং বাহারছড়া ঘাট দিয়ে দিয়ে দৈনিক বস্তা ভর্তি অর্ধ কোটি পিচ ইয়াবা উঠে। প্রশাসনের টহল দল না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ইয়াবা পাচারকারীরা সক্রিয় হয়ে উঠে।
উল্লেখ্যঃ আটককৃতদের মধ্যে ৬জন রোহিঙ্গা নাগরিক হলেও বিবাহ করেছে টেকনাফের স্থানীয় মেয়ে। তারা উত্তর লম্বরী ও লেঙ্গুর বিল এলাকার কয়েকজন জেলের সহযোগিতায় আস্তানা গড়ে তুলেছে।