কক্সবাজারে জাটকা ইলিশ আহরন ও বিপনন বন্ধে সর্বাত্নক অভিযান করেছে মৎস্য অধিদপ্তর। এর আওতায় ৯ এপ্রিল (শনিবার) সকাল দশটায় নুনিয়াছড়াস্থ কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্র (ফিশারীঘাট) থেকে ১৫ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদের নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে। ক্ষেত্র সহকারী শফিকুর রহমান, মনজুর আলম, আবুল কালাম ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের (বিএফডিসি) কর্মকর্তারা এ সময় উপস্হিত ছিলেন। জব্দকৃত মাছ ফিশারীঘাট সংলগ্ন তৈয়বিয়া তাহেরিয়া সুন্নীয়া মাদ্রাসায় বিতরন করা হয়। মাদ্রাসার পক্ষে ভারপ্রাপ্ত সুপার ও সচিব মাওলানা শাহাদাত হোসাইন মাছগুলো গ্রহন করেন। উল্লেখ্য গত ৮ এপ্রিল (শুক্রবার) বাঁকখালী নদী মোহনা থেকে অারো ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে কক্সবাজার মৎস্য অধিদপ্তর ও কোষ্টগার্ড। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন অাহমদ বলেন, নিষিদ্ধ জাটকা ইলিশ আহরণ ও বিক্রি নিরুৎসাহিতকরনে এরকম অভিযান অব্যাহত থাকবে।