ফুটবলারদের নিয়ে একাধিক ক্লাবের টানাটানি নেই। তারকা মোহ কাটিয়ে এবার ক্লাবগুলো তরুণদেরই প্রাধান্য দিচ্ছে।
সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিফেন্ডার ইয়াসিন খান। যদিও তার আবাহনীতে নাম লেখানোর গুঞ্জন ছিল। ডিফেন্ডার তপু বর্মণ দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকধারী। প্রথমজন নাকি অর্ধকোটি টাকা পাচ্ছেন আর তপু পাচ্ছেন ৪৮ লাখ টাকা।
তারকার মোহ ত্যাগ করা দলবদল বাজারে সবচেয়ে বেশি অনাগ্রহ ফরোয়ার্ডদের প্রতি। যার মূলে রয়েছে জাতীয় দলে পুরোভাগের খেলোয়াড়দের অনুজ্জ্বল পারফরম্যান্স। যদিও জাতীয় দল সর্বশেষ ১২ ম্যাচে ৩২ গোল হজম করেছে। সেই দলের ডিফেন্ডারদের নিয়ে আগ্রহ থাকার কথা নয়। কিন্তু ওই ১২ ম্যাচের সাতটিতে যে ফরোয়ার্ডরা প্রতিপক্ষে গোলপোস্ট খুঁজে পাননি, তারই প্রভাব পড়েছে দলবদলে। আর সে কারণে মিডফিল্ডার মামুনুল ইসলাম, উইঙ্গার জাহিদ হুসাইন, ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনদের ছাপিয়ে আলোচনায় ডিফেন্ডার ইয়াসিন-তপুরা। পরিবর্তিত দলবদল বাজারে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে আরিফুল ইসলামও মহাসমাদর পাচ্ছেন। লিগ চ্যাম্পিয়ন আবাহনী ছেড়ে নবাগত সাইফ স্পোর্টি ক্লাবে গেছেন এ সেন্টারব্যাক।
দলবদলের শেষ মুহূর্তে এসে শনিবার খেলোয়াড় নিবন্ধন করিয়েছে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। নবীন-প্রবীণের মিশ্রণে দল গড়া ক্লাবটির লক্ষ্য মৌসুমের সবগুলো শিরোপা জয়। ‘নবীন-প্রবীণ মিশেলে দল গড়া হয়েছে। তরুণরা সাফল্যের জন্য ক্ষুধার্ত, ভালো করার জন্য মরিয়া। মতিন, আল-আমীন, ইব্রাহিম, কবির দারুণ প্রতিভাবান ফুটবলার। তাদের নিয়ে মৌসুমের সবগুলো শিরোপা জিততে চাই আমরা’— বলেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তারকাদের ওপর আস্থা রেখে গত মৌসুমে হতাশ হয়েছেন চট্টগ্রাম আবাহনী কর্মকর্তারা। স্বাধীনতা কাপ জিতে মৌসুম শুরু করলেও ফেডারেশন কাপ ও লিগ শিরোপার নাগাল পায়নি তারা। এবার তরুণদের দিকে ঝুঁকেছে বন্দরনগরীর ক্লাবটি। খেলোয়াড় নিবন্ধনের পর দলটির ম্যানেজার আরমান আজিজ তরুণদের প্রাধান্য দেয়া নিয়ে বলেন, ‘গত মৌসুমে তারকার সমাবেশ ঘটিয়ে সাফল্য আসেনি। তাই এবার তরুণদের ওপর আস্থা রাখা। এবার যাদের দলে নেয়া হয়েছে, তাদের অধিকাংশই বিভিন্ন ক্লাবের সেরা একাদশে ছিলেন। আশা করি, অভিজ্ঞদের পাশে ভালো করবে তরুণরা।’
গত মৌসুমের স্কোয়াডের পাঁচজন— মামুনুল ইসলাম, জাহিদ হুসাইন, আশরাফুল ইসলাম, নূরুল নাঈম ফয়সাল ও সাখাওয়াত রনি আছেন এবারের দলে। শনিবার খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল শেষ দিনে নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছে লিগ চ্যাম্পিয়ন আবাহনী, সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ঘরোয়া ফুটবলে আবির্ভাব থেকেই তারকার সমাবেশ ঘটিয়ে আসা শেখ জামাল এবার পুরোপুরি তারুণ্যনির্ভর। তারুণ্যের সঙ্গে ভালো মানের বিদেশী মিলিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে তিনবারের চ্যাম্পিয়নরা।