ফেন্সিডিল বিক্রয়কালে পুলিশের জালে আটকা পড়লো শীর্ষ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও বহু মাদক মামলার পলাতক আসামী মাদক সম্রাট কালু(৪৮)। আটককালে মাদক বহণকারী পর্যটন শৈবালের এক কর্মচারীর মোটর সাইকেলটিও জব্দ করা হয়। সে উত্তর আদর্শ গ্রাম এলাকার মৃত আক্তার কামালের পূত্র। ১৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪টার দিকে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পর্যটন হোটেল শৈবালের সামনে থেকে ফেন্সিডিল বিক্রয়কালে কালুকে হাতেনাতে গ্রেফতার করেন।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, মাদক বিক্রয়কালে খবর পেয়ে কালুকে ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে। ওসময় তার মাদকবহণকারী মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। শীর্ষ মাদক ব্যবসায়ী কালুর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।