ফ্রান্সে যাজক হত্যাকারী জঙ্গীর মরদেহ সমাধিস্থ করতে অস্বীকৃতি জানিয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়। জঙ্গী আদেল কারমিশির সঙ্গে কোনোরকম সংযোগ রেখে তারা ইসলামের ভাবমুর্তি ‘ক্ষুন্ন’ করতে রাজি নন। খবর : স্কাই নিউজ।
নরম্যান্ডির ছোট্ট শহর সঁত-এতিয়েন-দু-হুবহির মুসলিম কালচারাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মাদ কারাবিলা বলেন, এ ব্যাক্তির কারণে আমরা ইসলামের ভাবমুর্তিতে দাগ পড়তে দেব না।
মোহাম্মাদ কারাবিলা স্থানীয় মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন। জঙ্গী আদেল কারমিশি প্রসঙ্গে তিনি বলেন, আমরা তার মরদেহ গোসল ও সমাহিত করার সময় যোগ দেব না।
স্থানীয় সম্প্রদায় এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
২৫ বছর বয়সী খালিদ আল আমরানি বলেন, ‘‘এটা স্বাভাবিক যে তাকে সমাহিত করতে মসজিদ কোনো সাহায্য করবে না। সে যা করেছে, তা পাপ। সে আর আমাদের কেউ নয়।’’
আদেল কারমিশিকে সঁত-এতিয়েন-দু-হুবহিতে সমাহিত করা যাবে কিনা সে বিষয়ে স্থানীয় মেয়র এখনো সিদ্ধান্ত জানান নি।