বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কাল ৮ জানুয়ারি মাঠে গড়াচ্ছে। যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সফরকারী শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের দু’টিসহ ৭টি দেশের আটটি দল অংশ নিচ্ছে। এদিকে ৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি ধারা বর্ণনা প্রচার হবে এফ.এম ১০০.৮ বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এম.ডি হাবিবুর রাহমান জানান-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সরাসরি ধারা বর্ণনা শুনুন এফএম ১০০.৮ মে.হার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার বেতার থেকে। এফ এম ১০০.৮ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের এ পদক্ষেপ দেশের জনপ্রিয় ফুটবল তৃণমূলে আরও বিকশিত হবে বলে মনে করেন কক্সবাজারের ক্রীড়ামোদী মহল।