বছর শুরুর দিনে টেকনাফে মালিক বিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ৩১ ডিসেম্বর বৃহ¯পতিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ পৌরসভার কায়ুখকালী পাড়া এলাকায় একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানায়। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।