বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ১৩ ফেব্রুয়ারী-১৬ইং শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার ফলে চকরিয়া উপজেলার বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা নির্বাহ এবং সমিতির নির্বাচন অনুষ্টানের জন্য ৫ সদস্যের অর্ন্তবর্তীকালীন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। আর উক্ত কমিটির সদস্যরা হলেন কক্সবাজার জেলা সমবায় অধিদপ্তরের পরির্দশক দিদারুল ইসলাম, সমিতির সদস্য বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সমিতির সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন এমএ এবং সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী বিএ। গত ১৩ ফেব্রুয়ারী সমবায় আইন ২০০১, সংশোধিত আইন ২০০২/২০১৩ এর ১৮ (৫) ধারা মোতাবেক কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বখতিয়ার কামাল স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেন। অনুমোদিত এই কমিটি দায়িত্বভার গ্রহনের দিন থেকে ১২০দিন (চারমাস) বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়েছে। একই সাথে অর্ন্তবর্তীকালীণ কমিটি উক্ত সময়ের মধ্যে সমিতির ব্যবস্থাপনা নির্বাহ ও সমিতির নির্বাচন অনুষ্টান সম্পন্ন করবেন। নির্বাচনের পর তাঁরা নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে।