সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক ১৭০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। এর মধ্যে কেবল মোবাইল ডিভাইস থেকে ১০০ কোটি ব্যবহারকারী ঢুঁ মারেন সাইটটিতে।
সম্প্রতি প্রান্তিক আয় ঘোষণার সময় এসব কথা জানিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ১৮৬ শতাংশ মুনাফা বেড়েছে ফেসবুকের, যা ২০০ কোটি ডলারের বেশি। দ্বিতীয় প্রান্তিকে মোট আয় হয়েছে ৬৪০ কোটি মার্কিন ডলারের বেশি। আর এই আয়ের সিংহভাগ অনলাইন বিজ্ঞাপন থেকে এসেছে।