তিন জন নায়িকাকে নিয়ে ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁরা সকলেই। একজন মানুষের স্বীকারোক্তি ঝড় তুলেছে সবার মনে। কিন্তু মুখ্যচরিত্ররা সকলেই মুখে কুলুপ এঁটেছেন। এঁদের মধ্যে খুনি কে?
চমকে উঠছেন তো?
বলিউডের তিন নায়িকা— প্রিয়ঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এবার নিশ্চয়ই আপনার চোখ কপালে?
এবার একটু শান্ত হয়ে বসুন। শিরীষ কুন্দর তাঁর আগামী ছবির চিত্রনাট্য শেষ করে এমনই এক গল্প শুনিয়েছেন। এক পাহাড়ি উপত্যকায় এক টানটান গল্প। একের পরে এক মার্ডার, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বভাবতই এমন ধরনের ছবিতে অভিনয়ের অনেক জায়গা। আর সেই কথা ভেবেই বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা বলে তিনি আপাতত আটকেছেন বি-টাউনের সেরা তিনজনের কাছে।
এখনও আলোচনার পর্যায়ে আছে সব কিছু। তবে শোনা যাচ্ছে এই ছবি একসঙ্গে আসবেন প্রিয়ঙ্কা, পরিণীতি এবং ক্যাটরিনা।
রহস্যের কী হবে, জানা নেই। কিন্তু ছবিতে যে গ্ল্যামারের বিস্ফোরণ ঘটবে, নিশ্চিন্তে বলা যায়।