রামু বাঁকখালী নদীর হাইটুপি বুথপাড়া এলাকায় গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার (১২ মার্চ) বিকালে বেড়িবাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার উন্নয়নকামী সরকার। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল’র নেতৃত্বে সরকার ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল জন গুরুত্বপূর্ণ রাস্তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রামুকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড বাকঁখালী নদীর হাইটুপি-বুথপাড়া এলাকার বেড়িবাঁধ পুনঃসংস্কারে উদ্যোগ নেয় বলে সুত্রে জানা যায়। পরিদর্শনকালে রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, স্থানীয় মুরব্বী গোলাম চোবহান, যুবনেতা ছৈয়দুল হক, মোঃ আব্দুল্লাহ, শহীদুল্লাহ, দেলোয়ার মনির আহমদ মনু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ নেতৃবৃন্দ ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া বড়–য়া পাড়া রাস্তা পরিদর্শন করেন।