‘বাঁশখালীর প্রত্যেক নিহতের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ’
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬
২৯৩
বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাশঁখালীতে পুলিশের গুলিতে নিহত ৪ জনের প্রত্যেক পরিবারকে সরকার ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন বাঁশখালীর সরকারদলীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রহমাননগরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সোমবারের সংঘর্ষের জন্য স্থানীয় বিএনপি নেতা, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীকে দায়ী করে মুস্তাফিজুর রহমান এমপি বলেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা হাসিলের জন্য গ্রামবাসীকে বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দুই পক্ষের বিরোধী অবস্থান এড়াতে ১৪৪ ধারা জারি থাকলেও তা জানতেন না বলে দাবি করে এ সংসদ সদস্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য প্রশাসন ১৪৪ ধারা জারি করতেই পারে। এটা আমাকে জানতে হবে কেন। সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।