বাংলা ১৪২৩-এর প্রথম দিন আজ। পহেলা বৈশাখ ও বর্ষ বরণে কক্সবাজার সৈকতে বসছে লক্ষাধিক পর্যটকের মিলনমেলা। পহেলা বৈশাখের সাথে টানা ৩ দিনের সরকারি ছুটি পড়ায় অবকাশ যাপনের উদ্দেশ্যে সাগরপাড়ের শহরের দিকে ছুটে আসছে মানুষ। ইতোমধ্যে সাগরপাড়ের হোটেল–মোটেলগুলোতে প্রায় সকল কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।
কক্সবাজার হোটেল–মোটেল ওনার্স এসোসিয়েশনের সহ–সভাপতি নুরুল আবছার জানান,আজ পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজার সৈকতে লক্ষাধিক পর্যটকের সমাবেশ ঘটবে বলে আশা করছে ব্যবসায়ীরা। ইতোমধ্যে সাগরপাড়ের হোটেলগুলোর প্রায় সমস্ত কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। বুধবার রাত থেকেই পর্যটকরা কক্সবাজারে পৌঁছাতে শুরু করেছে। শনিবার রাত থেকে তারা কক্সবাজার ছাড়তে শুরু করবে।
ট্যুর অপারেটর এসোসিয়েশনের সাবেক সভাপতি এসএম কিবরিয়া খান জানান, কক্সবাজার শহর ছাড়াও জেলার অন্যান্য পর্যটন স্পটগুলো ছুটির দিনে প্রাণচঞ্চল হয়ে ওঠবে বলে আশা করছি। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পর্যটক কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ২টি জাহাজ (কেয়ারি ও বে–ক্রুজ) চলাচল করবে বলে জানান তিনি।