একটা সময় ব্যাপক জনপ্রিয় হয় ওঠে ট্যাবলেট। ল্যাপটপ এবং ডেস্কটপ পর্যন্ত জনপ্রিয়তা হারাতে থাকে। কিন্তু কিবোর্ডের অভাব এবং পারফরমেন্সের কারণে ক্রমেই জনপ্রিয়তা কমে আসতে থাকে ট্যাবের। তবে বিভিন্ন অভাব কাটিয়ে উঠে আবারো জনপ্রিয়তা ফিরে পাচ্ছে এই প্রযুক্তিপণ্য। এখন বাজারে যে ট্যাবগুলো আসছে তাকে ‘হাইব্রিড’ বলে অভিহিত করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে বেশ কাজের যন্ত্র হয়ে উঠছে এটি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কয়েকটি মানসম্পন্ন ট্যাবের কথা।
১. স্যামসাং গ্যালাক্সি ট্যাবপ্রো এস : অ্যাডভান্সড ডিসপ্লে এবং কিবোর্ড নিয়ে বেশ জনপ্রিয় এটি। অন্যান্য পণ্যের মধ্যে এই উইন্ডোজ ট্যাবটি কেনা বেশ লাভজনক হবে।
২. এইচপি এলিট এক্স২ : এটিও কিবোর্ড নিয়ে এসেছে। তবে এর কিবোর্ডটি মাইক্রোসফট সারফেস প্রো ৪-এর চেয়েও বেশি আরামদায়ক। ১২-ইঞ্চি পর্দার ট্যাবটিতে আরো আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি ইউএসবি-সি চার্জার।
৩. গুগল পিক্সেল সি : কিবোর্ডসহ যদি একটি অ্যান্ড্রয়েড ট্যাব কিনতে চান তবে গুগলের সাম্প্রতিক ট্যাবটির তুলনাই চলে না। গতিশীল প্রসেসরের ট্যাবটির পারফরমেন্স দারুণ।
৪. ভায়ো জেড ফ্লিপ : এটা দারুণ এক হাইব্রিড। এটা স্লিম এবং স্টাইলিশ। এর কিবোর্ড খুলে আলদা করা যায় না। তবে একে ফ্লিপ করে নিয়ে অন্যান্য ট্যাবের মতোই ব্যবহার করা যাবে।
৫. মাইক্রোসফট সারফেস প্রো ৪ : এর কিবোর্ড রয়েছে। তবে তা আলাদা কিনতে হবে। এর কিবোর্ডটিকে ট্যাবের সেরা কিবোর্ড বলা যায়। ট্যাবলেট-হাইব্রিড মডেলটিকে প্রায় নিখুঁত করা হয়েছে। এটা এই মুহূর্তের সেরা ট্যাব বলেই মনে করছেন অনেকে।
সূত্র : সি নেট