টেকনাফ সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রলয় সিকদার (৩০) নামে এক পর্যটক প্রাণ হারিয়েছে। শুক্রবার সকাল ৬ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।নিহত প্রলয় সিকদার মাগুরা জেলার প্রপুল্ল সিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রলয় সিকদার সেন্টমার্টিনে যাচ্ছিল। পথে প্রাকৃতিক সারার জন্য গাড়ি থেকে নেমে রাস্তাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সামনে পড়ে বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে প্রলয় সিকদার নিহত হন।