কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লার পাড়া এলাকা থেকে প্রায় ২ হাজার ইয়াবা সহ দুই নারীকে আটক করেছে র্যাব-৭ সদস্যরা। সোমবার দিবাগত রাত ২ টায় দিকে পশ্চিম লারপাড়ার শফিক ও জালালের বাড়ীতে এ অভিযান চালানো হয়।
এতে আটকরা হলেন, ওই এলাকার মো. শফিকের স্ত্রী আয়েশা বেগম (২৬) ও জালাল আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৩৯)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের উপ পরিচালকলে. কমান্ডার এস এম সাউদ হোসেন জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব-৭ এর একটি বিশেষ টহল দল পশ্চিম লারপাড়ার ইসলামাবাদস্থ শফিক ও জালালের বাড়ীতে অভিযান চালায়। এসময় ১৯৩৫ টি ইয়াবা সহ এ দুই নারীকে আটক করা হয়। এসময় র্যাব সদস্যের উপস্থিতি টের পেয়ে দুই জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় নগদ ৩৫ হাজার টাকাও।
এব্যাপারে নুরুল ইসলামের পুতও মো. শফিক ও মৃত তৌফিক আহমদের পুত্র জালাল আহমদ (৪৬) কে পলাতক আসামী করে ৪ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।