‘বাহুবলী ২’-এ একটা গুরুত্বপূর্ণ চরিত্রে শ্রিয়া সারণকে নেওয়া হয়েছে। এই খবরে উৎসাহ আরও বেড়েছে ‘বাহুবলী’-ভক্তদের মধ্যে। কিন্তু, শ্রিয়া নিজে কী বলছেন? শুনলে একটু হতাশ হতেই হবে। কেন?
বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে শ্রিয়া জানিয়েছেন, ‘বাহুবলী ২’-এ অভিনয় করার জন্য এখনও কোনও প্রস্তাব পাননি। তবে, ‘বাহুবলী’-র সিক্যোয়েলে তিনি অভিনয়ের সুযোগ পেলে নিজেকে গর্বিত বলেই মনে করবেন। যদিও ‘বাহুবলী’-র প্রযোজক এবং পরিচালক এস এস রাজামৌলি শিবিরের দাবি, শ্রিয়া অভিনয় করছেনই। অবশ্য শ্রিয়া যতক্ষণ না নিজের মুখে এই কথা জানাচ্ছেন, ততক্ষণ খানিকটা হলেও চিন্তায় রয়েছেন ‘বাহুবলী’-র ভক্তকুল।