কক্সবাজারের ঐতিহ্যবাহী লালদীঘিকে সংস্কার এবং লালদীঘির বায়তুর রহমান জামে মসজিদকে আকর্ষণীয় করে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন করে গড়ে তোলতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে বলে জানান, কক্সবাজার সদর-রামুর এমপি সাইমুম সরওয়ার কমল। (আজ) ২৬ ফেব্রুয়ারী তিনি বায়তুর রহমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বাদ জুমা মসজিদের ওজুখানা ও লালদীঘি পরিদর্শণকালে একথা বলেন। এমপি কমল আরো বলেন, ঐতিহ্যবাহী লাল দীঘি শুষ্ক মৌসুমে শুকিয়ে খেলার মাঠে পরিনত হয়। এর ঐতিহ্য লালন করা এবং এখানে গভীর নলকূপ বসিয়ে এর পানি ধরে রাখা দরকার।
এছাড়া লালদীঘির পাড়ে স্থাপিত বায়তুর রহমান জামে মসজিদকে আরো আকর্ষণীয় করে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য দৃষ্টি নন্দন করা দরকার। এজন্য মসজিদের ওজুখানা, শৌচাগারসহ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুবিধা বাড়াতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন এমপি কমল।
উল্লেখ্য ইতোমধ্যেই বায়তুর রহমান জামে মসজিদের ওজুখানা ও শৌচাগার সংস্কারে ৬টন গম বরাদ্ধ দিয়েছেন বলে জানাগেছে।
এসময় এমপি কমলের সাথে ছিলেন বায়তুর রহমান জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী আতাউল্লাহ বোখারী, সাংবাদিক শামসুল হক শারেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, এড. মমতাজ আহমদ ও পিএ আবু বকরসহ মুসল্লিরা।