ডেইলি কক্সবাজার ডেস্ক :
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ৭টায় প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করতে সকাল থেকেই মুসল্লিরা ছুটেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দিকে। পাঞ্জাবী-পায়জামা আর তসবিহ জায়নামাজ নিয়ে বড়দের পাশাপাশি ছোট শিশু-কিশোররাও শরিক হাজির হয় সেখানে। ঈদুল ফিতরের নামাজের পর দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বায়তুল মোকাররম এলাকা। গুনাহ মাফের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় ইমাম বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো স্থান নেই।
বায়তুল মোকাররমে এবারও মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অন্য ৪টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায়। দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, তৃতীয়টিতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, চতুর্থটিতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।