জেলা মহিলাদল সভানেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান নাছিমা আকতার বকুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারী ঝিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার হাছান আলীর স্ত্রী নুর নাহার বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেত্রী নাছিমা আকতার বকুল ও তার ভাই শাহাদাত হোসেন মুনিয়া (৩৫) দীর্ঘদিন ধরে হাছান আলী মেম্বারের ছেলে আব্দুল্লাহ আল মিঠুর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। কিন্তু তাদের এই অনৈতিক দাবী পূরণে কোন ভাবে আগ্রহ দেখায়নি মিঠু। এরই প্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারী দিনগত রাত আনুমানিক দেড় টার দিকে কলাতলীর শিল্প ও বাণিজ্য মেলা শেষ হওয়ায় দোকানের স্টল গুলো ভেঙ্গে ঠেলা গাড়িতে করে বাসায় নিয়ে যাওয়ার সময় নাছিমা আকতার বকুলের নেতৃত্বে তার ভাই শাহাদাত মুনিয়া (৩৫), লাইট হাউজ এলাকার মৃত আবুল বশরের পুত্র মোঃ রাজু (৩২) ও বড়ছড়া এলাকার মৃত অনিল দাশের পুত্র খোকন দাশসহ ৪/৬ জন অজ্ঞাত দূর্বৃত্ত মিঠুকে এলোপাতাড়ি দা ছুরি দিয়ে খুপিয়ে জখম করে। একই সাথে তারা লোহার রড় দিয়েও মেরেও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে তাকে। পরে মূমুর্ষ অবস্থায় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে এই ঘটনায় ২৯ ফেব্রুয়ারী মিঠুর মা নুর নাহার বেগম বাদী হয়ে উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করে।