ডেইলি কক্সবাজার প্রতিবেদক :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী।
রবিবার ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন অশোক চৌধুরী ছাড়া সভাপতি পদে একুশে টেলিভিশনের মঞ্জুরুল আহসান বুলবুল ও দ্য ডেইলি স্টার’র আব্দুল জলিল ভূইয়া মনোনয়ন দাখিল করেন।
এর আগে ২৬ জুন (রবিবার) বিএফইউজের সভাপতি পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ১ থেকে ৩ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময় বেঁধে দেয়া হয়। ৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়।
আর ১০ জুলাই বেলা ১১টায় প্রকাশ করা হবে প্রার্থীদের খসড়া তালিকা। এছাড়াও প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায়।
প্রসংগত, গত বছর ২৮ নভেম্বর অনুষ্ঠিত বিএফইউজের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন আলতাফ মাহমুদ। তিনি এ বছরের ২৪ জানুয়ারি মারা যান। পদটি শূন্য হওয়ায় এই পদে পুনরায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।