নিলামে কাঙ্ক্ষিত দাম না ওঠায় শেষ পর্যন্ত বিক্রিই হলো না বিশ্বের সবচেয়ে বড় হীরকখণ্ড।
বিশ্বে এতবড় হীরকখণ্ড এর আগে কখনও নিলামে তোলা হয়নি। এটি বিক্রির অর্থের ৬০ শতাংশ পাবে বোতসোয়ানার সরকার।
লন্ডনে নিলামে এটির দাম সাত কোটি ডলার পর্যন্ত ওঠতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু অংশগ্রহণকারীরা এটির সর্বোচ্চ দাম হাঁকান ৬ কোটি ১০ লাখ ডলার।
নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি এক বিবৃতিতে জানায়, আজকের (বুধবার) নিলামে কাঙ্ক্ষিত দাম না ওঠায় হীরকখণ্ডটির বিক্রি সম্ভব হয়নি।
বিশ্বে এর আগে পর্যন্ত সবচেয়ে বড় হীরকখণ্ড যেটি ছিল; সেটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার এক খনিতে। সেটিকে অবশ্য কেটে ৯ টুকরা করা হয়।
এর মধ্যে সবচেয়ে বড় খণ্ডটির নাম ‘গ্রেট স্টার অব আফ্রিকা’, যেটি এখন শোভা পাচ্ছে টাওয়ার অব লন্ডনে রক্ষিত রাণির রাজদণ্ডে। তথ্যসূত্র: এএফপি