সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানিয়েছেন, ‘আদালত শুনবেন না, তাই মামলাটি আউট অব লিস্ট করেছেন। এখন রিট আবেদনটি বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য নিয়ে যাব।’
এর আগে গত ৩ এপ্রিল ইউনুস আলী আকন্দ রিট আবেদনটি করেন। রিট আবেদনে হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ওই ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশনা এবং তনুর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়।
এর সঙ্গে সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদ অনুসারে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লার পুলিশ সুপার, কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও কুমিল্লা কোতোয়ালি থানার ওসিসহ আটজনকে বিবাদী করা হয়।
ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার মধ্যে খুন হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারা দেশে।
থানা পুলিশ, ডিবি হয়ে এখন হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি। কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি কেউ।