সাগর পথে ইয়াবা পাচার বন্ধে শীঘ্রই অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ-মিয়ানমার যৌথ টাস্কফোর্স। সোমবার সকাল ১১টায় টেকনাফ স্থল বন্দর মালঞ্চ রেস্ট হাউজে বিজিবি ও বিজিপির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে মানবপাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশ-মিয়ানমার যৌথভাবে কাজ করার বিষয়েও ঐক্যমত পোষণ করেন দুই দেশের প্রতিনিধি দল।
বৈঠকে বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ। অপরদিকে মিয়ানমার ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১নং বর্ডার গার্ড পুলিশের পরিচালক লে. কর্নেল কেউ থাই যা।
লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, পতাকা বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে কিছু সন্ত্রাসী বাংলাদেশে অবস্থানের তথ্য দেওয়া হয়েছে। তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বৈঠকে মিয়ানমার সীমান্তে কোন ইয়াবা কারখানা নেই বলে দাবি করা হয়েছে। যদি কারখানার সন্ধান থাকে তাহলে আমাদের জানাতে বলেছি। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। তবে ভবিষ্যতে দু’দেশের মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পরস্পরের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।