বাংলাদেশ ভলিবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ২০১৫-১৬ সালে আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কক্সবাজার জেলা ভলিবল দল বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলা ভলিবল দল ১ম রাউন্ডে নোয়াখালী জেলাকে ২-০ সেটে পরাজিত করে কোয়ার্টারে উন্নীত হয়।
কোয়ার্টারে বান্দরবানকে ২-০ সেটে পরাজিত করে, সেমি ফাইনালে কুমিল্লা জেলা দলকে ৩-২ সেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
ফাইনাল খেলায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলা দল মুখোমুখি হয়। খেলায় ১ম সেট কক্সবাজার জিতলেও পরবর্তী দুই সেট চট্টগ্রাম জেলা দল জয় লাভ করে। এতে করে ৩-২ সেটে কক্সবাজার জেলা দল বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অনুষ্ঠিতব্য আন্তঃ বিভাগীয় ভলিবল প্রতিযোগিতায় কক্সবাজার জেলা ভলিবল দল ও চট্টগ্রাম জেলা ভলিবল দল অংশগ্রহণ করবে। এদিকে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু তাদের এই সাফল্যে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জেলা ভলিবল খেলোয়াড়দের নাম হল শাহেদ(অধিনায়ক), সহিদ, সাইমুুন, ফরহাদ, জুবায়ের, আশেক, রাসেল, রিয়াদ, সাঈদ, আরাফাত, সোহেল, ম্যানেজার-কাম-কোচের দায়িত্ব পালন করেন ডিএসএ নির্বাহী সদস্য আলী রেজা তসলীম।