বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন সাবেক বিমানবাহিনী-প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী। তিনি বর্তমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে এয়ার মার্শাল জামাল উদ্দিন আহম্মেদকে ২০০৯ সালে নিয়োগ দিয়েছিল সরকার। এরপর তার মেয়াদ বৃদ্ধি করা হয়। ১৩ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন-জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এনআই) খান, বিমানবাহিনীর সহকারী চিফ অব এয়ার স্টাফ (অপারেশন ও ট্রেনিং) এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, সিভিল এভিয়েশনের এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এমারজিন রিসোর্সেস লিমিটেডের চার্টার্ড একাউন্ট্যাট নূর-এ খোদা আবদুল মজিদ ও বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক উইং কমান্ডার আসাদুজ্জামান।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে-বাংলাদেশ বিমান করপোরেশন অধ্যাদেশ (সংশোধন), ২০০৭-এর আলোকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ দ্য কোম্পানি এক্ট, ১৯৯৪ এর আওতায় স্বাক্ষরিত আর্টিকেল অব এসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী পুনর্গঠন করা হয়েছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সার্বিক উন্নয়ন ও কর্মকো গতিশীলতা আনয়নের লক্ষ্যে ২০১৬ সালের জন্য ১৩ সদস্যের এ পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।