ক্রীড়াঙ্গন ডেস্ক : মাত্র দুই মাসও বাকি নেই, বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশ দলে কারা থাকছেন-এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। শনিবার হোটেল সোনারগাঁওয়ে বিএসপিএ’র স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে পাপন বলেন, আমাদের দল মোটামুটি চূড়ান্ত। তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান থাকছে।
এদের বাইরে বিসিবি বসের চিন্তায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ফরহাদ রেজা, জহুরুল ইসলাম অমি ও এনামুল হক বিজয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত মোসাদ্দেকের বিশ্বকাপ দলে থাকার সম্ভবনা বেশি বলে তিনি ইঙ্গিত দেন।
নাজমুল হাসান বলেন, এটা আমাদের সেরা বিশ্বকাপ দল হবে এটা নিশ্চিত। বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও প্রবল। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর।
One thought on "বিশ্বকাপ দলে আছেন যারা জানালেন পাপন"
Comments are closed.