1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
বিশ্বমানের থিয়েটার বানানোর ইচ্ছে প্রধানমন্ত্রীর - Daily Cox's Bazar News
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

বিশ্বমানের থিয়েটার বানানোর ইচ্ছে প্রধানমন্ত্রীর

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

PID7_bg_830186632অত্যাধুনিক সুবিধাসম্পন্ন বিশ্বমানের থিয়েটার নির্মাণের ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে নবনির্মিত বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি।

কমপ্লেক্সের নীলিমা ইব্রাহিম অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের বাইরে দেখেছি, থিয়েটার মঞ্চে হেলিকপ্টার নামে, মঞ্চের মধ্যে দিয়ে ট্রেন যায়। আমার দুঃখ, সব আধুনিক সুবিধাসম্পন্ন সে রকম থিয়েটার আমাদের এখানে নেই। আমরাও সে রকম থিয়েটার নির্মাণ করতে চাই।

তিনি বলেন, এখন ডিজিটাল যুগ। এ রকম থিয়েটার করা কঠিন কিছু হবে না।

এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অর্থমন্ত্রী এ বিষয়ে বেশ আগ্রহী। সুতরাং ফান্ডের কোনো সমস্যা হবে না।

নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে মনে একটা জায়গা ঠিক করে রেখেছি। আমরা সেখানে এটা নির্মাণ করতে পারি। আবার পদ্মাসেতুর কাছে আমরা একটা কনভেনশন সেন্টার করবো, সেখানেও নির্মাণ করা যেতে পারে।

থিয়েটারের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নাটক দেখতে খুব পছন্দ করি। আগে আমি প্রায়ই থিয়েটারে নাটক দেখতাম। এখনও দেশের বাইরে গেলে থিয়েটারে নাটক দেখি।

সমাজকে এগিয়ে নিতে সংস্কৃতির বিকাশ ঘটানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীদের অবদান রয়েছে। হাজারো বক্তব্য যেটা পারে না, একটা নাটক সেটা পারে। যেমন ব্রিটিশবিরোধী আন্দোলনে নীলদর্পণ নাটকের ভূমিকা।

বাংলাদেশের নারী অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেকে অবাক হয়ে যায়, বাংলাদেশের মতো দেশে কিভাবে নারীরা এতোটা অগ্রগতি লাভ করেছে।

নারীর ক্ষমতায়ন, শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, পিছিয়ে পড়া নারীদের সহায়তা, কর্মসংস্থানসহ নারীর কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন
তিনি।

নারীর অধিকার প্রতিষ্ঠা ও অগ্রগতিতে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের সমাজে নারীর গুরুত্ব ও অবস্থানের ভিত্তি তৈরি করে দিয়েছেন জাতির পিতা। আমরা সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে যখনই সুযোগ পেয়েছি, নারীকে এগিয়ে নিতে নারীর কল্যাণে কাজ করেছি।

পেশাদারিত্বে নারীর সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ দিলে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন। নারীরা আজ পুলিশ, সেনা, নৌ-বাহিনীতে কাজ করছেন, তারা পাইলট হচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে তারা সাফল্যের সঙ্গে কাজ করছেন।

তিনি বলেন, যে নারী এভারেস্ট শৃঙ্গ জয় করতে পারেন, সে নারী আর পিছিয়ে থাকবেন না।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা চারজনই নারী।

শেখ হাসিনা বলেন, আমরা উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে চাই। সেজন্য নারী এবং পুরুষ দু’জনকেই এগিয়ে নিতে হবে। একটা অংশকে পেছনে ফেলে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সমাজকল্যাণ সচিব চৌধুরী বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন, বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি সিতারা আহসানউল্লাহ, সাধারণ সম্পাদিকা তানিয়া বখত।

উদ্বোধন শেষে সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications