আগামী ১৯ এপ্রিল মুমিনুল হকের বিয়ে। কিন্তু এদিন বিকেএসপিতে মুমিনুলের দল লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ রয়েছে।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) এই ব্যাটসম্যান অনুরোধ করেছিলেন ১৯ এপ্রিল রূপগঞ্জের ম্যাচ না রাখার। কিন্তু তার অনুরোধ রাখেনি সিসিডিএম। আমাদের সময়কে মুমিনুল জানান, ঢাকার মধ্যে হলে বিয়ের দিনও ম্যাচটি খেলতেন!
বিকেএসপিতে হওয়ায় এদিন ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। ফারিহা বাশারের সঙ্গে আগেই আকদ হয়েছে মুমিনুলের। মিরপুরের পিএসসি কনভেনশন হলে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে।