ডেইলি কক্সবাজার প্রতিবেদন :
টানা বৃষ্টি উপেক্ষা করেও পবিত্র ঈদ উপলক্ষে কক্সবাজার শহরের মাকের্টগুলোতে চলছে শেষ মুহুর্তের কেনাকাটা। সকল বয়সের ও পেশার মানুষ এখন মার্কেটমুখি হলে ও ব্যবসায়ীরা বলছেন আশানুরূপ বিক্রি হচ্ছে না।
ঈদের দিন মেহমানদের অ্যাপায়নের জন্য পোষাক ক্রয়ের পাশাপাশি মুদির দোকান থেকে চলছে সেমাই, নুডলস্, মাংস রান্নার উপকরণ, ময়দা সহ নাস্তা তৈরীর নানা উপকরণ ক্রয়।
এদিকে শেষ মুহুর্তে কেনাকাটা করতে আসা নারী, পুরুষ, শিশুরা প্রসাধনীর দোকান এবং বিউটি পার্লার গুলোতে ও ভিড় করছেন । জেন্টস পার্লার, বিউটি পার্লার এবং প্রসাধনীর দোকানের কর্মীরা পাচ্ছেন না দম ফেলার ফুসরত।
উখিয়া থেকে ফেইম মেনজ পার্লারে আসা মুহিম খান জানান, প্রচুর বৃষ্টি উপেক্ষা করে উখিয়া থেকে জেন্টস পার্লারে আসলাম অথচ ভিড়ে কারণে এখনো কিছুই করতে পারলাম না।
ব্যবসায়ীরা সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে আশানুরূপ বিক্রি করা না গেলেও এখন যে সব ক্রেতা আসছেন তারা পোষাক পছন্দ হলেই ক্রয় করে নিচ্ছেন। কম লাভবান হলেও শেষ মুহুর্তে ক্রেতাদের ফিরাতে রাজি হচ্ছেন না ব্যবসায়ীরা ।
তবে এখনো যাদের কেনাকাটা হয়নি মুলত তারাই শেষ মূহুর্তে ভীড় করছেন বিভিন্ন মার্কেটে।