দেশের অভিজাত শ্রেণী বাঙালীর পান্তা ইলিশকে পহেলা বৈশাখের ফ্যাশনে পরিণত করায় এর প্রভাব পড়েছে বাজারে। সাগর থেকে ইলিশ ধরে এখন বাজারজাত করছে না কেউই। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মজুদ করা হচ্ছে ইলিশ। ফলে বঙ্গোপসাগর তীরের এ শহরে এখন ইলিশ নেই। ইলিশের পরিবর্তে দেখা যাচ্ছে জাটকা। তবে দাম শুনলে পিলে চমকে ওঠার অবস্থা। জাটকার কেজি এখন ১২শ টাকা।
গতকাল রবিবার শহরের ফিশারীঘাট, বড় বাজারসহ বিভিন্নস্থানে খোঁজ নিয়ে কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। তবে ইলিশের পরিবর্তে বিক্রি হচ্ছে জাটকা। প্রায় ২শ গ্রাম আকারের জাটকা বিক্রি হচ্ছে ১২শ টাকা কেজি দরে।
ফিশারীঘাটের ব্যবসায়ীরা জানান, দেশের অভিজাত শ্রেণী বাঙালীর পান্তা ইলিশকে পহেলা বৈশাখের ফ্যাশনে পরিণত করায় এর প্রভাব পড়েছে বাজারে। পহেলা বৈশাখ যতই ঘনিয়ে আসছে ইলিশের দাম ততই বাড়ছে। বর্তমানে ২ হাজার টাকা কেজি দরেও ইলিশ পাওয়া যাচ্ছে না। ফলে বাজারে এখন জাটকাই বিক্রি হচ্ছে। মজুদদাররা পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মজুদ করতে শুরু করায় বাজারে ইলিশ মিলছে না।