বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দেয়।
এর আগে মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের পদ থেকে এম আসলাম আলমকে ওএসডি করা হয়।
বুধবার সচিব আসলামকে ওএসডি করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে সচিব জড়িত না। কিন্তু তিনি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন, বিষয়টা তার জানা উচিৎ ছিল।
অর্থমন্ত্রী বলেন, জানেন না বলে নিজের দায় এড়াতে পারেন না। এ কারণে তাকে সরানো হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।
এ ঘটনাটি ২৪ দিন গোপন থাকলেও গত ২৯ ফেব্রুয়ারি ফিলিপাইনের দৈনিক দি ফিলিপিন্স ডেইলি ইনকোয়ারারের এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির খবরটি জানাজানি হয়ে যায়।
এরপর দুই সপ্তাহ নানা বিতর্কের পর রিজার্ভ চুরির ঘটনায় মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান পদত্যাগ করেন। ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা এবং মো. আবুল কাশেমকে অব্যাহতি দেয়া হয়। এরপর সরানো হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকেও।