বিভিন্ন ধরনের ব্যানার,পোষ্টার ও পেষ্টুনে ছেয়ে গেছে শহরের প্রধান সড়ক সহ প্রতিটি অলিগলি। এসব ব্যানার ও পোষ্টার দেখলে মনে হয় যেন এক মহোৎসব চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেল, পৌরসভার সামনে থেকে শুরু করে শহরের লালদিঘী পাড়,কোর্টবিল্ডিং, বাজারঘাটা,বার্মিজ মার্কেট,কালুর দোকান,হলিডের মোড় সহ প্রতিটি অলিগলি ব্যানার পেস্টুনের দখলে। এলাকা জুড়ে শুরু হয়েছে পোষ্টার লাগানোর আসর। কোন নির্বাচনী পোষ্টার না থাকলেও অগনিত দেখা গেছে এমপি কমল,এমপি আশেক উল্লাহ, এমপি বদিকে শুভেচ্ছা সংক্রান্ত ব্যানার। আওয়মীলীগ,যুবলীগ,কৃষকলীগ,মৎসজী
পৌরশহরে প্রবেশ করলে বুঝা যাবে এটা পর্যটন নগরী নাকি পোষ্টার -ব্যানারের নগরী? নিয়মনীতি না মেনে যার যার ইচ্ছেমতো লাগাচ্ছে
এসব পোষ্টার ও ব্যানার। যারফলে সৌন্দর্য বিনষ্ট হচ্ছে পৌর শহরের। ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারেরর।
পৌর কতৃপক্ষের এব্যাপারে নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারন মানুষ। এনিয়ে সমালোচনার ঝড় ওঠেছে পুরু শহর জুড়ে।
অন্যদিকে পোষ্টার ছেড়ানো এবংএকজনের উপর আরেক জনের পোষ্টার লাগানোকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হচ্ছে বলে অভিযোগ ওঠেছে সচেতন মহলের। এলাকার সচেতন লোকেরা মনে করেন এটা আমাদের কক্সবাজারেরর জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।