কোনো ডিভাইস হঠাৎ এমনভাবে ব্লক হলো যে কিছুতেই চালু করা যাচ্ছে না, একেই বলে ‘ব্রিকিং’।
টেক জায়ান্ট অ্যাপল তাদের সেবায় কিছু পরিবর্তন আনছে। আর এতে উপকৃত হবেন অ্যাপল পণ্য ব্যবহারকারীরা।
আইপ্যাড ব্যবহারকারীদের ডিভাইস ‘ব্রিকিং’য়ের জন্য দায়ী একটি আপডেট সরিয়ে নিচ্ছে অ্যাপল। বিজনেস ইনসাইডার জানায়, এ সপ্তাহে আইপ্যাডে আসা নতুন আইওএস ৯.৩.২ আপডেটে নাইট শিফট এবং লো পাওয়ার মোডের মতো দারুণ কিছু ফিচার যুক্ত করা হয়। তবে সমস্যা একটাই, কিছু কিছু আইপ্যাড প্রো-ডিভাইসে এ আপডেট ‘এরর ৫৬’ মেসেজ দেখিয়ে ডিভাইসটিকে ব্যবহারের অযোগ্য করে তোলে। এ সমস্যা সমাধানে সাধারণ ছোটখাটো উপায় তো দূরের কথা, অ্যাপল ডিভাইসের সবরকম ঝামেলা সমাধানের অব্যর্থ উপায় আইটিউনস থেকে রিস্টোরিংয়ের শরণাপন্ন হলে তাতেও কাজ হয়নি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্স টেকনিকা জানায়, বর্তমানে টেক জায়ান্ট অ্যাপলের আসন্ন আইপ্যাড প্রো-কে সবকিছু গোছগাছ করে নিতে উঠেপড়ে লেগেছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এ আপডেটের ত্রুটিগুলো সারিয়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। তবে এর জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘খুব কম সংখ্যক আইপ্যাডে দেখা দিচ্ছে এমন একটি সমস্যা। এটা নিয়ে আমরা কাজ করছি। এই ডিভাইসগুলো আপডেট করার চেষ্টা করা হলেও তা কাজ করছে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি আপডেট নিয়ে আসছি।’