ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। শেষ সময়ের পরিকল্পনায় ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। আজ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছেন টাইগাররা।
তবে শোনা যাচ্ছে, ভারতের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামাচ্ছে না টিম বাংলাদেশ দল। থাকছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি এবং ওপেনার তামিম ইকবাল। এই ম্যাচে পূর্নশক্তির ভারতীয় দলের সমানে বাংলাদেশ দলকে লিড দিবেন সাকিব আল হাসান।তবে উইকেটের পেছনে থাকছেন মুশফিকুর রহিম। এদিকে, মাশরাফি না খেলাতে কপাল খুলতে পারে বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫তম সদস্য আবু জায়েদ রাহীর।