চকরিয়ায় ঢেমুশিয়া ইউনিয়নে নেজাম উদ্দিন চৌধুরী ওরফে আর্জন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণের আওতায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যাংকের কাছে মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে সহজে ঋণের টাকা ভাগে আনতে ওই ব্যক্তি পরিবারের অপরাপর ওয়ারিশদের বিপুল জায়গা রাতারাতি দখলে নিয়ে সেখানে বেড়া দিয়ে তার দখল থাকার বিষয়টি প্রমাণের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
সর্বশেষ গত মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ভাড়াটে লোকজন ব্যবহার করে জায়গার ওয়ারিশ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের পারিবারিক জায়গা দখলে খামারবাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ভাইস চেয়াম্যান ইয়ামুন নাহার।
ইতোমধ্যে এরকম একটি জবরদখলের ঘটনায় নেজাম উদ্দিন চৌধুরীকে বিবাদি করে গত ২১ জানুয়ারি চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেছেন জায়গার ওয়ারিশ চকরিয়া পৌরসভার ভরামুহুরী গ্রামের প্রকৌশলী মো. জহুরুল মওলার স্ত্রী উম্মে হাবিবা।
অভিযোগে বাদি উম্মে হাবিবা জানান, বাংলাদেশ ব্যাংকে ভুয়া প্রকল্প দেখিয়ে নেজাম উদ্দিন চৌধুরী আর্জন ঋণের আওতায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে চেষ্টা করছেন। ব্যাংকের কাছে জায়গার মালিকানা প্রতিষ্ঠার জন্য অভিযুক্ত ব্যক্তি পরিবারের অপরাপর ওয়ারিশদের জায়গা-জমি দখলে নিয়ে সেখানে বেড়া দিচ্ছেন। যাতে ব্যাংকের কর্মকর্তারা তদন্তে আসলে জায়গাসমূহ তার (আর্জন) দখলে আছে এবং মালিকানা দেখাতে সমর্থ হন। তিনি অভিযোগ করেন, থানায় জিডি করার পর থেকে নেজাম উদ্দিন চৌধুরী তাকে (বাদি) নানাভাবে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।
অপরদিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার বাসিন্দা ইয়ামুন নাহার গত মঙ্গলবার বিকেলে চকরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, পরিবারের বেশিরভাগ সদস্য চট্টগ্রামে অবস’ান করার সুযোগে নেজাম উদ্দিন আর্জন ভাড়াটে লোকজন নিয়ে মঙ্গলবার সকালে তাদের পারিবারিক জায়গা দখলে হামলা চালায় খামারবাড়িতে।