ভূমিকম্পের পূর্বাভাস জানার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন ভারতীয় বিজ্ঞানীদের একটি দল। মাটির উপস্তর পরিবর্তনের ধীর গতি থেকে ভূমিকম্প সম্পর্কে আগে থেকেই জানা সম্ভব বলে দাবি করছেন তারা। জার্নাল নেচার নামের একটি পরিবেশ বিষয়ক ম্যাগাজিনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটিতে(এনটিইউ) করা এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, মাটির উপস্তরের কম্পন ও কম্পনের ধরন সম্পর্কে জানা গেছে এই গবেষণায়। বিজ্ঞানীদের মতে, রিখটার স্কেলে ২ মাত্রার কম যে সমস্ত ভূমিকম্প হয় সে সবই হয় মূলত মাটির উপস্তরের কাঁপন থেকে।
এনটিইউ এর এশিয়ান স্কুল অব দ্য এনভায়রনমেন্টের বিজ্ঞানী ও আর্থ অবজারভেটরি অব সিঙ্গাপুরের সদস্য সিলভাইন বারবোট বলেন, ‘এই আবিষ্কার থেকে জানা গেছে কী করে মাটির উপস্তরে নানা পদার্থ জমা হয় ও সময়ের সাথে সাথে চাপ সামলাতে এক সময় জমা পদার্থগুলো ছেড়ে দেয়। তুলনামূলকভাবে ধীর ও গতিশীল চাপ একসঙ্গে মুক্ত হতে থাকলেই কম্পনের সৃষ্টি হয়।’
বারবোটের অধীনে পিএইচডি সম্পন্নকারী শিক্ষার্থী দীপা মেলে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন। গবেষকরা মনে করেন, অচিরেই সুমাত্রা ও ইন্দোনেশিয়া অঞ্চলে বড় ধরনের একটি ভূমিকম্প হতে পারে। সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস