কক্সবাজারের শহরের বহুল আলোচিত ভূমিদস্যু ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াছ সওদাগরকে গুলি করে ও কুপিয়ে আহত করে ফেলে গেছে সন্ত্রাসিরা । শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কলাতলী বাইপাস রোডের এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই পায়ে গুলি ও শরীরের একাধিক স্থানে ছুরিদিয়ে আঘাত করার কারনে ইলিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ভূমি দস্যু ইলিয়াছ সওদাগরকে ৫/৬ জন লোক কলাতলি বাইপাস এলাকায় দুই পায়ে গুলিকরে , কুপিয়ে ও ছুরি আঘাত করে রাস্তার পাশে ফেলে দ্রত পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধারকরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থাজনক হওয়া তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ইলিয়াছ সওদাগরের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, জমি বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ইলিয়াছ সওদাগরকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করা হয়েছে।
উল্লেখ, ইলিয়াস সওদাগরের বিরুদ্ধে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে সরকারী জমি দখল করার অভিযোগ রযেছে। ইলিয়াস পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের তালিকা ভূক্ত পাহাড় নিধনকারী। ইলিয়োসের বিরুদ্ধে সরকারী ভূমি দখল ও পাহাড় কাটার অভিযোগে অর্ধ ডজন মামলা করেছে সরকারী বিভিন্ন অধিদপ্তর। এছাড়াও কক্সবাজার শহরে জমি দখলের জন্য ইলিয়াস সওদাগরের একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। ইতিমধ্যে অন্ত:কোন্দলের জের ধরে ইলিয়াসের সন্ত্রাসী বাহিনীর প্রধান জাকের মোস্তফা, ডাকাত নুরুল আলম সহ ৪ জন সন্ত্রাসি নিহত হয়েছে।
অভিযোগ রয়েছে, ভূমি দস্যু ইলিয়াসের ইন্দনে এই ৪ জনকে তার বাহিনীর সদস্যরাই গুলি করে ও জবাই করে হত্যা করে।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ইলিয়াসে কক্সবাজারের একজন চিহ্নিত ভূমি দস্যু। তার সাথে কক্সবাজারের বিভিন্ন স্থানে কিছু মানুষের জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারনা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই ইলিয়াসের উপর হামলা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।