মগনামার চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
৪১৮
বার পড়া হয়েছে
কক্সবাজার রিপোর্ট :
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল মোস্তফা’র বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করেছে এক কিশোরী।
১৩ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে ধর্ষককে সহযোগীতা করার দায়ে তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পেকুয়া থানার ওসিকে ১৭৩ ধারায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
আদালত সূত্র জানায়, ভিকটিম পেকুয়ার মগনামার দরদরীঘোনার ১৬ বছরের কিশোরী। তার সাথে মগঘোনার আব্দু ছালামের ছেলে মোহাম্মদ আরফাত ( ২৪ );র সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরে চলতি বছরের ৮ জানুয়ারী সন্ধ্যায় ভিকটিমের সাথে কাবিন করবার কথা বলে আরাফাত তার নানার বাড়ী নিয়ে যায়। ওই রাত্রে ভিকটিমকে ধর্ষণ করে প্রেমিক আরাফাত। এরপর ওই নারী কান্নাকাটি করলে ধর্ষক আবারো তাকে ফুসলিয়ে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে দুদিন আটকে রাখে ধর্ষণ করে পরবর্তীতে গত ১১ জানুয়ারি ভিকটিমকে ধর্ষক আরাফাত মগনামা ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফার বাড়িতে নিয়ে যায়। সেখানে ভিকটিমের মা পৌছালে চেয়ারম্যান তার মাকে মারধর করে। এক পর্যায়ে জোর পূর্বক ভিকটিম ও তার মায়ের কাছ থেকে চেয়ারম্যান খালি স্ট্যাম্পে দস্তখত নিয়ে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে ১৩ জানুয়ারি ভিকটিম বাদী মগনামা ইউপি চেয়ারম্যান ও প্রেমিক আরাফাতের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি শাহনেওয়াজ মূরাদ জানান, একজন নির্বাচিত জন প্রতিনিধি ধর্ষকের পক্ষ নেওয়ার কারণেই তার বিরুদ্ধে মামলাটি করেছেন ভিকটিম। তবে মগনামা ইউপি চেয়ারম্যান তার মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। পেকুয়া থানার ওসি জিএম মোহাম্মদ মোশারফ ভুইয়া জানান, এখনো আদালতের নির্দেশনা তিনি পাননি। রোববার পেতে পারেন। আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।