চকরিয়া পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল হাকিম দুলাল। ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি। আবেদনটি শুক্রবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১২ক/১৪ এর বিধান অনুসারে সংক্ষুব্ধ প্রার্থী আবেদন করতে পারেন।
বিধি অনুসারে বাতিল প্রার্থী আপিল করেছেন। আপিল শুনানী শেষে চূড়ান্ত ফায়সালা দেয়া হবে।
২৪ ফেব্রুয়ারী মেয়র পদপ্রার্থী আনোয়ারুল হাকিম দুলালের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের বিনিময়ে ‘ঋণ খেলাপি’র অভিযোগ আনে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-সিআইবি-৫(১)/২০১৫-৪৭৮ মূলে তাকে ‘ঋণ খেলাপি’ ঘোষণা করা হয় এবং একই সাথে পৌরসভা নির্বাচন আইন-২০০৯ এর ২০ এর ৩ (ঝ) বিধি মোতাবেক মনোনয়নপত্র বাতিল করে জেলা নির্বাচন কর্মকর্তা।
তবে চেয়ারম্যানপ্রার্থী আনোয়ারুল হাকিম দুলালের অভিযোগ, প্রাইম ব্যাংকের সমস্ত লেনদেন পরিশোধ করেও অজ্ঞাত কারণে তার মনোয়নপত্র বাতিল করে নির্বাচন অফিস।