নানা অপ্রীতিকর ঘটনায় শেষ হয়েছে মহেশখালি ও চকরিয়া পৌরসভার ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। রোববার সকাল ৮টায় উৎসবের আমেজে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকাল চারটায়।
যালেট পেপার ছিনতাইয়ের চেষ্টা, দু মেয়র প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় শেষ হয়েছে মহেশখালী পৌর নির্বাচনে ভোট গ্রহণ। অপ্রতিকর বড় কোন ঘটনা না ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
তবে উভয় পৌরসভায় সকাল থেকে নারী ভোটারের উপস্থিতি ছিল দেখার মতো।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দীন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার চলছে ভোট গণনা। রাত নয়টার দিকে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।