মহেশখালীতে বনবিভাগের বিশেষ অভিযানে ৫০ ঘনফুট আকাশমনি কাঠ উদ্ধার করা হয়ছে। এসময় ২ জনকে আটক ও ১টি টেলা গাড়ী জব্দ করা হয়। বৃহস্পতিবার ভোর ৫ টায় শাপলাপুর ষাইটমারা বালুর ডেইল এলাকায় রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হকের নেতৃত্বে এ অভিযান চলে।
এসময় আটক করা হয় ষাইটমারা এলাকার ছালেহ আহমদের পুত্র মোঃ বাসু মিয়া ও সিরাজ উদ্দিনের পুত্র মোঃ আব্বাস উদ্দিন।
রঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হক জানান, অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের ৫০ ঘনফুট আকাশমনি কাঠ গাড়ী যোগে পাচারকালে হাতে নাতে ধরা পড়ে দুই জন।
অভিযানকালে উপস্থিত ছিলেন বিশেষ টহল দলের ওসি বিল্পব হোছেন, শাপলাপুর বিট কর্মকতা প্রেমানন্দ, গোরকঘাটা ফরেষ্টার কক্সবাজার ও মহেশখালী কোর্টের এফসিসিও মোঃ খলিলুর রহমান, বিট কর্মকর্তা আব্দুল জব্বার, বিট কর্মকর্তা তোসাদ্দেক হোসেন, আক্তার চৌধুরী, এফজি শাহ আলম, এসফিডি সোহাগ মিয়া, সুধাংশু ও কামাল হোসেন।