দ্বীপ উপজেলা মহেশখালীতে কোষ্টগার্ড ও জলদস্যুদের মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার ভোররাতে মাতারবাড়ি সংলগ্ন সাগর চ্যানেলে এ ঘটনা ঘটে। এসময় জলদস্যুদের ব্যবহৃত কাঠনির্মিত একটি ট্রলারসহ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান, গভীররাতে সাগরে কোস্টগার্ডের নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধির একটি কাঠের ট্রলারকে চ্যালেঞ্জ করলে ওই ট্রলার থেকে টহল দলের প্রতি গুলিবর্ষণ করা হয়। এসময় কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়লে আরোহী জলদস্যুরা ট্রলার থেকে সাগরে ঝাপ দিয়ে নেমে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় তেরী অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
ট্রলারে ক’জন ছিল এবং তারা কীভাবে পালিয়ে গেছে রাতের আধাঁরে সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে জানান কোষ্টগার্ড কর্মকর্তা।