মহেশখালীতে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ৩ জন মারা গেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
আজ শুক্রবার দুপুর ৩ টার সময় কালারমারছড়া বড়ুয়া পাড়া বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালারমারছড়া আধার ঘোনা গ্রামের মোঃ আলীর ছেলে নুরুল আলম,হোয়ানক ছনখোলা গ্রামের মোঃ ইসমাইলের ছেলে মুহাম্মদ,চকরিয়া কুয়ার পাড়া গ্রামের রাজিয়া বেগম।
এদিকে দুর্ঘটনার পর স্থানীরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী সৌরভ হাসান শিবলু জানান, বেলা ৩টার দিকে বদরখালী থেকে যাত্রী নিয়ে মহেশখালী সদরের দিকে যাচ্ছিল বেবিট্যাক্সিটি (কক্সবাজার-থ ১১)।
পথে কালারমার ছড়া উত্তর নলবিলা বড়ুয়া বাজারে বিপরীত দিক থেকে চকরিয়াগামী (সিলেট মেট্রো ড- ১১-১১৮১) মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুমড়ে-মুছড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই নিহত হন- নুরুল আলম। আহত অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর নুর মোহাম্মদ মারা যান।
আহত মাতারবাড়ির বাসিন্দা রাজিয়া বেগমের আবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাকে প্রথমে চকরিয়া ও পরে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
মহেশখালীর থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, সিএনজি ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে।