আবুল বশর পারভেজ, মহেশখালী :
ছোট ভাইয়ের বিয়ের জন্য কেনা স্বর্ণ নিয়ে উধাও হয়েছেন বড় ভাই । স্বর্ণ উদ্ধার করতে থানায় হাজির হলেন বর আব্দুসালান। আর কনে বধু সেঝে বসে আছে কনের পিত্রালয়ে। ঘটনাটি ঘটেছে ৩১ শে জুলাই রবিবার দুপুর ১টায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গপাড়া গ্রামে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বরের পরিবার সুত্রে জানাযায়, বড় মহেশখালী দেবাঙ্গপাড়া গ্রামের আবু ছিদ্দিকের পুত্র মালেশিয়া প্রবাসী আব্দু ছালামের সাথে একই উপজেলার হোয়ানক বড়ছড়া এলাকার আজিজুর রহমানের কন্যা জিয়াসমিন আক্তার মুন্নীর সাথে ৩১ জুলাই বিয়ের দিন ধার্য হয়।
রোববার বরের ও কনের বাড়ীতে মেহেদী অনুষ্টানের আয়োজন হয়।
রোববার দুপুরে বরযাত্রার জন্য এলাকার লোকজন যখন গাড়ীতে করে কনের বাড়ীর উদ্দোশ্য রওনা হয় টিক সে মহুর্তে বর আব্দুল চালামের বড় ভাই ফরিদুল আলম বোনের হাতে থাকা র্স্বালংকারের ব্যাগ নিয়ে পাশ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। ব্যাগে ১০ভরি র্স্বণ, ২লক্ষটাকার চেক, ও প্রয়োজনীয় কাগজ পত্র ছিল। জানাগেছে, বড় ভাই এ বিয়েতে অভিমান করছিল ফলে বোন মিলে বড় ভাইকে বিয়েতে কেনাকাটা করার সময় রাজি করে। বিয়ের দিনক্ষণ টিক করে রাখে।
ঘটনার পর বর আব্দুছালাম বরযাত্রানিয়ে মহেশখালী থানায় হাজির হয় র্স্বণ উদ্ধারের সহায়তার জন্য।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মহেশখালী থানায় রিখিতকোন অভিযোদ দায়ের হয়নি। ৫লক্ষটাকার কাবিন ও ৪০হাজার টাকার কাপড় দিয়ে বিয়ের পিড়িতে বসতে ছিল এসএস সি পাশ করা মেধাবী ছাত্রী জিয়াসমিন আকতার মুন্নী। মহেশখালী থানায় উপস্থিত হয়ে দেওয়া সাক্ষাতকারে মনে হয়েছে বড় ভাই অভিমানের প্রতিশোধ নিতে এমন ঘটনার সৃষ্টি করেছে।
অপরদিকে ১০ভরি স্বর্নের মধ্যে হাওলাত নেওয়া স্বর্ণ ছিল। যা ঘটানোর পিছনে যে কোন অপর একভাই ও কোনের সংশ্লিণ্টতা থাকতে পারে। বরের মা নুর জাহান ও বোন মোতাহেরা বেগম দাবী করেন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় বড় ভাই ফরিদুল আলম অস্ত্র টেকিয়ে সএর্নর ব্যাগটি নিয়ে যায়।
এঘটনাটি মহেশখালীতে যত না হাস্যর সৃষ্টি হয়ে ততটা নিন্দনীয় মনে করছেন সচেতন মহল।