মহেশখালীতে ৩ টি নতুন মৌজার নামকরণ করেছেন প্রধানমন্ত্রী
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
২৮৭
বার পড়া হয়েছে
কক্সবাজার রিপোর্ট : মহেশখালীর পশ্চিমে জেগে উঠা ভূমি পেয়ারা জরীপের মাধ্যমে মূল ভুখন্ডের সাথে সংযুক্ত করতে নতুন তিনটি মৌজার নাম করণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আশেক উল্লাহ রফিক এমপি ও মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া সৌজন্য স্বাক্ষাত করতে গেলে তিনি এই তিনটি নতুন মৌজার নাম করণ করেন এবং একই সাথে কক্সবাজার জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আশেক উল্লাহ রফিক এমপি জানান, আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেগে উঠা ভুমিকে নতুন তিনটি মৌজায় বিভক্ত করার নির্দেশ দিয়েছেন। নতুন মৌজার নাম দিয়েছেন সমুদ্র বিজয় মৌজা, সাগর কন্যা মৌজা ও মকবুল আহমদ মোক্তার চেয়ারম্যান মৌজা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহেশখালী হবে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। ইতোমধ্যে এই উপজেলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন হলে মহেশখালী একটি আধুনিক নগরীতে পরিণত হবে। উন্নয়নের ক্ষেত্রে মহেশখালী পৌরসভাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পর্যটকদের জন্য মহেশখালী পৌরসভা আকর্ষনীয় স্থানে পরিণত হবে। দেশের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সরকারকে সহযোগীতা করায় মহেশখালীবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের অগ্রগতির সাথে আপনারা সামিল হয়েছেন। দেশের অগ্রগতিতে আপনাদের কৃতিত্ব রয়েছে। আশেক উল্লাহ রফিক এমপি আরো জানান, মহেশখালীর উন্নয়ন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করণসহ মহেশখালীর সকল সমস্যা প্রধানমন্ত্রীকে অবহিত করলে তিনি এ কথা বলেন। মহেশখালীর উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রচন্ড আগ্রহ আমাদের উৎসাহিত করেছে। প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাতকালে মহেশখালীর নবনির্বাচিত মেয়র মকছুদ মিয়া ও এমপি আশেক উল্লাহ রফিকের ছোট ভাই ব্যবসায়ী তৌফিক উল্লাহ রফিক উপস্থিত ছিলেন।