মহেশখালীতে তিন মানবপাচারকারী ও এক জলদস্যুকে আটক করেছে পুলিশ। ৯ জানুয়ারি শনিবার দিবাগত রাতে মহেশখালীর তাজিয়াকাটা এলাকার একটি আস্তানা হতে এদের আটক করা হয়। এরা বেশ কিছুদিন ধরে মানব পাচারসহ বিভিন্ন মামলার পলাতক আসামী হিসেবে আত্বগোপনে ছিলো। সম্প্রতি আবারো পাচারকাজ সংঘঠিত করতে প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায় পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদাউস জানান, রাতে পাচারকারীরা সংগঠিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, স্থানীয় নেসার আহমদের ছেলে রহিম, ৩ সিকদার মিয়ার ছেলে মালেক ২, আব্দুস শুক্কুরের ছেলে জাহাঙ্গীর ১ ও আব্দুস সাত্তারের ছেলে জলদস্যু শফি আলম ১। আটককৃতরা মহেশখালী থানায় মানব পাচার ও ডাকাতির একাধিক মামলার পলাতক আসামী বলে জানায় পুলিশ। ধৃতদের আদালতে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।