স্টাফ করেসপন্ডেন্ট,মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫বছরের সাজা প্রাপ্ত একজন আসামী গ্রেপ্তার করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার সময় গুপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীর নাম আজিজুল হক (২৮), সে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্বফকিরাঘোনা এলাকার আব্দু রশিদের ছেলে।
মহেশখালী থানার এস.আই হারুনর রশিদ জানান, চট্রগ্রাম জেলার কোতোয়ালি থানার একটি জি আর মামলায় ৫বছরের সাজা ও ৫হাজার টাকা জরিমানা এবং অনাদায়ী ৩বছরের সশ্রমকারাদন্ড দেয়া হয়। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আজিজুল হক নিজ বাড়ীতে অবস্থা করার খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
যাহার কোতোয়ালি থানার মামলা নং-জি আর ৯৬/০৬। ডাকাতি প্রস্তুতি মামলায় তার বিরুদ্ধে আদালত ৫ বছরের সাজা প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদের আনন্দ কাটাতে বাড়িতে আসলে পুলিশের জালে আটকা সে ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল চন্দ্র বনিক জানান, ঈদে আইন শৃংখলা পরিস্থিতি শীতিল রাখতে পুলিশ তৎপর রয়েছে।
দাগী আসামীরা কেউ পলাতক থাকার পর বাড়ী ফেরার খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। চিহ্নিত এলাকায় পুলিশী টহল জোরদার রয়েছে।