আগামী ৭ মার্চ থেকে মহেশখালীতে শুরু হচ্ছে ৮ দিন ব্যাপী ঐতিহ্যবাহী আদিনাথ মেলা। গতকাল মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল আলম সাকিব এর সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আদিনাথ মেলা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, জেলা আওয়ামী লীগ নেতা ডা. নুরুল আমিন, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী ও চট্টগ্রামের হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিগণ। সভায় ৩ দিনের শীব চর্তুদশী পূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ও ৮ দিনের মেলা নির্বিঘœ করতে নানা সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আগামী সংক্ষিপ্ত সময়ের মধ্যে মন্দির এলাকায় আরো একটি সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।